ঘরে বসে যে কোনও পণ্য ক্রয় বা যে কোনও ধরনের সেবা সহযোগিতা পেতে 'বাজার-সদাই' কে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারেন নির্দ্বিধায়। পর্যায়ক্রমে সব সেবা উন্নীত করার পাশাপাশি বর্তমানে সারা দেশে ঔষধ সরবরাহ সেবা প্রদান করা হচ্ছে সহজেই। ঔষধ ক্রয়ের পাশাপাশি মানুষের জন্য সম ধরনের বা যে কোনো ধরনের যে কোনো ঔষধ আপনারা দান করতে পারেন। টাকার অভাবে ঔষধ কিনতে না পারা নিভৃতে কুঁড়েঘরের এককোণে পড়ে থাকা মানুষটি আপনার এ দান থেকে উপকৃত হতে পারে।